ঢাকা: হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য বলেন।
সৈয়দ আশরাফ বলেন, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেতৃত্বে ছিল অসাধারণ বলিষ্ঠতা। তাঁর দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে অসাধারণ অবদান রেখেছেন তিনি। এদিকে আগামীকাল ৫ ডিসেম্বর উপমহাদেশের বরেণ্য রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালন করবে আওয়ামী লীগ।
এ উপলক্ষে দলটি শুক্রবার সকাল ৮টায় হাইকোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতের কর্মসূচি পালন করবে। উল্লেখ্য, ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।