Home বিভাগীয় সংবাদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মাসুক আহমেদ গ্রামের  বাড়ি দিরাইয়ে শোকের মাতম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মাসুক আহমেদ গ্রামের  বাড়ি দিরাইয়ে শোকের মাতম

418
0

আবুল হোসাইন, দিরাই প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  মাসুক আহমেদ তালুকদার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দিরাইয়ে শোকের ছায়া নেমে আসে। তার গ্রামের বাড়ি দিরাই পৌর সদরের রাধানগর গ্রামে চলছে শোকের মাতম। বাবা- মা বাকরুদ্ধ হয়ে পড়ছেন , স্ত্রী-সন্তানের কান্নায় বাতাস ভারী হয়ে উঠছে। মাসুক আহমেদের তিন ছেলে ফাহাদ, রাহাত ও রাহি একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়ছে।

জানা গেছে, শুক্রবার ভোর রাতে মক্কা থেকে ওমরাহ হজ্জ পালন শেষে রিয়াদ আসার পথে হুমায়রা নামক স্থানে সড়ক  দুর্ঘটনায়  ঘটনাস্থলেই মাসুক আহমেদ তালুকদার মারা যান। তার লাশ সৌদি এক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার লাশ সৌদি আরবেই দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। দেশে গায়বানা জানাজা পড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিহত মাসুক আহমেদ দিরাই পৌরশহরের রাধানগর গ্রামের আব্দুল জলিল তালুকদারের ছেলে। চার  ভাইয়ের মধ্যে  মাসুক আহমেদ দ্বিতীয়। বড় ভাই ফারুক আহমেদ তালুকদার এক সময় (৯৮-৯৯-সাল) দিরাই কলেজে অধ্যাপনা করতেন। তার ছোট ভাই শোয়েব আহমেদ লন্ডন প্রবাসি, আরেক ভাই মামুন আহমেদ তালুকদার  বাড়িতে থাকেন। মাসুক আহমেদ দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসি ছিলেন, কিছুদিন পরপরই তার দেশে আসা যাওয়া ছিল। তার মুত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, এলাকার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল, জাসদ নেতা অমিনুল ইসলাম আমিন, সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার, জিয়াউর রহমান লিটন, আবু হানিফ চৌধুরী, আবুল হোসাইন প্রমুখ।

Previous articleজগন্নাথপুরে ব্যক্তি উদ্যোগে টাকা বিতরণ ও ইফতার মাহফিল
Next articleফের আল্লাহকে নিয়ে গাফ্ফার চৌধুরীর বিতর্কিত বক্তব্য