Home রাজনীতি স্বজনরা দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে

স্বজনরা দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে

751
0
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা। গতকাল শনিবার বিকাল ৪টা ২২ মিনিটে সাক্ষাতের জন্য তারা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। পরে সাক্ষাত্ শেষে ৫টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন।
সাক্ষাত্ করতে যাওয়া পরিবার সদস্যরা হলেন, বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা খান জামান, ভাগ্নে ডা. মামুন ও নিকটাত্মীয় মাসুদ। তবে তারা কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। কারাগারের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো। কোনো উন্নতি নেই।
Previous articleনিয়মতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয় না: মওদুদ
Next articleরাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা