Home অপরাধ স্বামীর ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু

স্বামীর ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু

420
0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ওই গৃহবধূর নাম পেয়ারু বেগম। তিনি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীর নাম উমর শরীফ। এই দম্পতির দুই কন্যাসন্তান আছে।

পেয়ারু বেগমের ভাই মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ৯ বছর আগে উমর শরীফের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। চার বছর ধরে শরীফ কোনো কাজ করেন না। উল্টো তাঁর খরচ জোগাতেন তাঁর বোন পেয়ারু। সময়মতো টাকা দিতে না পারলে পেয়ারুকে মারধর করতেন। বাধ্য হয়ে চলতি মাসের ১৩ জুন শরীফকে তালাক দেন পেয়ারু। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রোববার সকালে উকিলপাড়ার ভাড়া বাসায় পেয়ারুকে ছুরিকাঘাত করে বাইরে থেকে দরজা লাগিয়ে পালিয়ে যান শরীফ। এ সময় দুই মেয়ের কান্না ও চিৎকারে স্থানীয় ব্যক্তিরা এসে পেয়ারুকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। সেখানে আজ সকালে পেয়ারু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর লাশ মর্গ থেকে আনার প্রক্রিয়া চলছে।

Previous articleবিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না: আইজিপি
Next articleপাহাড়ি মুসলমানদের ভবিষ্যৎ