Home আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

306
0

 

কুষ্টিয়া: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চন্দনী ইউনিয়ন বোর্ড অফিসের ৫০/৬০মিটার আগে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী থানার এসআই বদিয়ার রহমান জানান, মোটরসাইকেল আরোহীরা রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে চন্দনী ইউনিয়ন বোর্ড অফিস এলাকায় বিপরীত দিকে থেকে আসা কোনো ভারী যানবাহন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘনকুয়াশার কারণে সড়কের সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছিলো না। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলে জানান এসআই বদিয়ার।

Previous articleন্যায়বিচার হলে মাওলানা নিজামী খালাস পাবেন: খন্দকার মাহবুব হোসেন
Next articleবিএনপি একাত্তরের দায় কাঁধে নিচ্ছে কেন?