Home ধর্ম ও জীবন হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকা প্রদান শুরু

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকা প্রদান শুরু

797
0

যারা চলতি বছর পবিত্র হজে যাবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ম্যানিনজাইটিস/ ইনফ্লুয়েঞ্জার টিকা দান কর্মসূচি আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে। এই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ নিজ নিজ সংগ্রহে রাখতে বলা হয়েছে। বিমানবন্দরে স্বাস্থ্য সনদ দেখনোর জন্যই তা সংগ্রহে রাখতে বলা হয়েছে।

টিকা কেন্দ্রে যাবার সময় সংশ্লিষ্ট হজযাত্রীদের সরকারি হাসপাতাল কিংবা সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার হতে বুকের এক্স-রে, ইসিজি, রক্তের গ্রুপ, ইউরিন আর/ই, ব্লাড সুগার পরীক্ষার প্রতিবেদন নিয়ে যেতে বলা হয়েছে। গত তিনমাসের মধ্যে এসব পরীক্ষা করা হয়ে সেই প্রতিবেদন সঙ্গে রাখতে বলা হয়েছে। তাদের নতুন করে তাদের পরীক্ষার প্রয়োজন নেই বলে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়াও বেসরকারি হজযাত্রীদের স্বস্ব হজ এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি এবং সরকারি হজযাত্রীদের নিকস্থ রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, আশকোনাস্থ হজ অফিস) হতে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি অথবা নিবন্ধন সনদ নিয়ে যেতে বলা হয়েছে।

Previous articleপ্রস্তাবিত বাজেটকে আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি: ড. কামাল
Next articleগোপন তথ্যের ভিত্তিতে ওসি মোয়াজ্জেম গ্রেফতার