Home আঞ্চলিক হবিগঞ্জে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

হবিগঞ্জে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

1044
0

নবীগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. সুন্দর আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নবীগঞ্জের পূবালী ব্যাংকের সামনে একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় সুন্দর আলীর চিৎকার শুনে লোকজন ছুটে এসে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুন্দর আলী নবীগঞ্জ পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক।  

ঘটনার সময় সুন্দর আলী একা ছিলেন বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ টি এম সালাম।

সালাম জানান, নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেছেন।

এদিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন জানিয়েছেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

Previous articleস্বামীদের জন্য সেক্সডল কিনছেন স্ত্রীরা!
Next articleপৌর নির্বাচন লোক দেখানো প্রহসন: খালেদা জিয়া