ঢাকা: হরতালের নামে কোনো রাজনৈতিক দল জনগণের ভোগান্তির চেষ্টা করলে রাজপথে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে সৈনিক লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মায়া বলেন, দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করা হোক না কেন আন্দোলনের নামে কাউকে ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবে না। যত চেষ্টাই করুক মানুষ হত্যা করে সরকারকে উৎখাত করতে পারবে না বিএনপি বলেও জানান তিনি।