Home বিশেষ সংবাদ হাটহাজারী মাদ্রাসায় নিউ ইয়র্ক টাইমস’র সাংবাদিক

হাটহাজারী মাদ্রাসায় নিউ ইয়র্ক টাইমস’র সাংবাদিক

1008
0

চট্টগ্রাম: চট্টগ্রামে জামিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক জশুয়া হ্যামার। শনিবার তিনি হেফাজতে ইসলামের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাদ্রাসাটি পরিদর্শনে যান। হেফাজতে ইসলামের আমীরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, সাংবাদিক জশুয়া হ্যামার জামিয়া প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। জামিয়ার পক্ষে আলোচনায় অংশ নেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস মাদানী, মাওলানা মুনির আহমদ, মাওলানা মুঈনুদ্দীন রুহী প্রমুখ।

৩ ঘন্টাব্যাপী বৈঠকে ক্বওমী মাদ্রাসা শিক্ষাব্যবস্থা, হেফাজতে ইসলামের ১৩ দফার আন্দোলনসহ নানা ইস্যুতে আলোচনা হয়। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক হ্যামার হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গেও সাক্ষাৎ করেন।

Previous articleঅনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু
Next articleস্বামীর কবরে চিরনিন্দ্রায় শায়িত আসমা কিবরিয়া