Home জাতীয় হিজড়াদের উৎপাত বন্ধে ব্যবস্থা নেয়া হবে: তোফায়েল

হিজড়াদের উৎপাত বন্ধে ব্যবস্থা নেয়া হবে: তোফায়েল

810
0

ঢাকা: রাস্তাঘাটে হিজড়াদের উৎপাত বন্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, হিজড়ারা যাতে রাস্তাঘাটে জোর করে অর্থ আদায় বা কারও বাসাবাড়িতে গিয়ে উৎপাত না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন অসুস্থতার কারণে সংসদে অনুপস্থিতিতে তার পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

এর আগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী রোজী রাজধানীর রাস্তাঘাট ও বাসাবাড়িতে হিজড়াদের উৎপাতের কথা উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান।

তিনি বলেন, শুধু রাস্তাঘাটে নয়, বাসাবাড়িতে গিয়েও হিজড়ারা উৎপাত করে। এমনকি কোনো বাড়িতে শিশুর জন্ম হলে তাদের টাকা দিতে হয়। এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তোফায়েল আহমেদ ব্যবস্থা নেয়ার কথা জানান।

Previous articleসহবাসে উত্তেজনা বাড়াতে যা খাবেন
Next articleবিএনপি জামায়াত কেউ ছাড় দিতে রাজি নয়