Home আঞ্চলিক হিমছড়িতে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

হিমছড়িতে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

347
0

কক্সবাজার সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা পাহাড়ি এলাকার একটি ঝোপের পাশে লাশ দুটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, ওই দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, অন্য কোথাও হত্যার পর দুজনের লাশ ওই ঝোপের মধ্যে ফেলে গেছে খুনিরা।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি।

Previous articleসুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
Next articleহবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত