Home জাতীয় ১ নভেম্বর থেকে জেএসসি ও সমমান পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও সমমান পরীক্ষা

733
0

ঢাকা: আগামী ১ নভেম্বর রোববার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, এবার জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭, জেডিসি পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। মোট পরীক্ষার্থী ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩।

Previous articleএকে একে আরও অনেকেই বিএনপি ছাড়বে: হানিফ
Next articleমৌলভীবাজার-৩ উপনির্বাচন ৮ ডিসেম্বর