ঢাকা: দেশে চলমান সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে আলোর মিছিল করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। আলোর মিছিলটি আগামী ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দৈনিক বাংলা, পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাবে শেষ হবে।
আলোর মিছিল কর্মসূচি নিশ্চিত করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, দেশের চলমান সহিংসতার প্রতিবাদে শান্তির স্বপক্ষে আমরা ২৪ ফেব্রুয়ারি বিকেলে আলোর মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। আলোর মিছিলটি জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করবে। মিছিলে প্রধান অতিথি থাকবেন হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি আরো জানান, আলোর মিছিলের প্রস্তুতির পাশাপাশি আমরা শ্যামপুর ও কদমতলীবাসী বৃহস্পতিবার থেকে প্রতিদিন বিকেলে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে শান্তির স্বপক্ষে মিছিল করব।