Home জাতীয় ৩৩ লাখ মানুষ করোনার ভ্যাকসিন নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৩৩ লাখ মানুষ করোনার ভ্যাকসিন নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

887
0

 ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ পর্যন্ত ৩৩ লাখ মানুষ করোনার ভ্যাকসিন নিয়েছে। যারা ভ্যাকসিন নিয়েছে তারা সবাই সুস্থ আছে। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশে ২ মার্চ পর্যন্ত ভ্যাকসিন গ্রহণের জন্য ৪৫ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছে। ভ্যাকসিনের নতুন ডোজ দেওয়া জন‌্য বিশ্বের অনেক দেশই আগ্রহ প্রকাশ করছে এবং বেশ কয়েকটি দেশ সরকারের সঙ্গে আলোচনা করছে।

Previous articleচাচা-ভাতিজাসহ সড়কে নিহত ৩ আহত ৪
Next articleঅর্থনীতিতে আমরা আরো শক্তিশালী হবো: অর্থমন্ত্রী