৩৫তম বিসিএস প্রিলিতে ২০,৩৯১ জন উত্তীর্ণ

0
1050

Logo PSC 01
ঢাকা: পঁয়ত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি, লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৩৯১ জন। বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত ৬ মার্চ এই পরীক্ষা হয়েছিল।
টেলিটক মোবাইল থেকে ফল পেতে PSC লিখে স্পেস দিয়ে 35 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে, ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন; যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।