Home সর্বশেষ ৩ বছর ধরে ভাইকে ধর্ষণ বড় বোনের!

৩ বছর ধরে ভাইকে ধর্ষণ বড় বোনের!

541
0
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক অ্যারোন কার্টার অভিযোগ করেছেন, তার বড় বোন তাকে তিন বছর ধরে ধর্ষণ করেছিলেন। তার বয়স যখন ১০ বছর তখন থেকে তার ওপর এ নির্যাতন শুরু হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজের টুইটার হ্যান্ডেলে এক স্ট্যাটাসে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন।
অ্যারোন লিখেছেন, যখন তার বয়স যখন মাত্র দশ বছর। সেই সময় তার দিদি লেসলি তাকে ধর্ষণ করেন।
অ্যারোন জানান, তার বড় বোন বায়োপলার ডিসঅর্ডারে ভুগছিলেন। বিষয়টি তিনি কাউকেই জানাতে চাননি। কিন্তু ঘটনাক্রমে তিনি সেটা সবাইকে জানান।
তিনি আরও বলেন, যখন ১০ বছর বয়স হয় তখন থেকে বোন ধর্ষণ করতে শুরু করে। ১৩ বছর বয়স পর্যন্ত আমি ধর্ষণের শিকার হই। যদিও সেই সময় ওর বায়োপলার ডিসঅর্ডারের চিকিৎসা চলছিল।
Previous articleদলের গুটি কয়েক অপরাধীর দায় আওয়ামী লীগ নেবে না: শেখ সেলিম
Next articleআ.লীগ নিজেরাই নিজেদের দুর্নীতির প্রমাণ করছে: ফখরুল