Home অর্থনীতি ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী

৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী

963
0

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী এ বাজেট প্রস্তাব করেন। গত অর্থবছরে (২০১৫-১৬) জাতীয় বাজেটে উপস্থাপিত বাজেটের আকার ছিল দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। গত বারের চেয়ে এবার বাজেটের আকার বাড়ছে ১৪ দশমিক ৪২ শতাংশ বা ৪৫ হাজার ৫০৫ কোটি টাকা।

এর আগে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেট প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হলে আজ বেলা সাড়ে ৩টায় চিরাচরিত প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে কালো ব্রিফকেস নিয়ে হাউসে প্রবেশ করেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদে মোট দশম বার ও টানা অষ্টম বারের মতো বাজেট পেশ করলেন আবুল মাল আবদুল মুহিত।

Previous articleরাণীগঞ্জে নির্বাচন হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: এনামুল কবির ইমন
Next articleপারিবারিক আইনে চিত্রনায়িকা মাহির বিরুদ্ধে মামলা হবে