Home স্বাস্থ্য ৩ হাজার বিদেশি নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ নিয়ে ঢাকায় আন্তর্জাতিক এইডস সম্মেলন

৩ হাজার বিদেশি নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ নিয়ে ঢাকায় আন্তর্জাতিক এইডস সম্মেলন

995
0

নিউজ ডেস্ক: প্রায় ৩ হাজার বিদেশি নীতি নির্ধারক, এইডস বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক, উন্নয়ন কর্মী, এইডস আক্রান্ত রোগী, আন্তর্জাতিক এনজিও এবং জাতি সংঘের বিভিন্ন সহযোগী সংস্থা সমূহের প্রতিনিধিবৃন্দের উপস্থিতি ও আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে  ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ) সম্মেলন । এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই আয়োজন ২০ থেকে ২৩ নভেম্বর (৪ দিনব্যাপী) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।

এইডস নির্মূলে সরকারের দৃঢ় অঙ্গীকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বাক্ষরকারী দেশ হিসাবে ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলে সরকারের দৃঢ় সমর্থন ব্যক্ত করে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আইক্যাপ সম্মেলনের আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এইডস`র চিকিৎসা, এইডস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, এইডস আক্রান্ত রোগীদের প্রতি সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এইডস প্রতিরোধে আরও সময়োপযোগী নিরন্তর গবেষণা চালানো এবং এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চল থেকে চিরতরে এইডস নির্মূল করা এই আন্তর্জাাতিক সম্মেলনের অন্যতম লক্ষ্য।

প্রধানমন্ত্রী আমেরিকায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্বাক্ষর অনুষ্ঠানে তার সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে এইডস নির্মূলের ঘোষণা দিয়েছেন। এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা পুর্নব্যক্ত করার সুযোগ তৈরি হবে।

পর্যটকদের জন্য বাংলাদেশ খুব আকর্ষনীয় স্থান। সম্মেলনে আগত ৩ হাজার বিদেশি অংশগ্রহণকারীর নিকট বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বাস্থ্য খাতের বিভিন্ন সফলতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলেও মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়।

Previous articleবিরোধে দিশেহারা বিএনপি, জামালগঞ্জেও ১৪৪ ধারা
Next articleজগন্নাথপুরে বিএনপি নেতার পদত্যাগ