Home ভিন্ন খবর ৩ হাজার মুরগির সংঘবদ্ধ হামলায় শিয়ালের মৃত্যু!

৩ হাজার মুরগির সংঘবদ্ধ হামলায় শিয়ালের মৃত্যু!

728
0

বিস্ময়কর একটি ঘটনা ঘটেছে উত্তর দক্ষিণীয় ফ্রান্সে। হাজার হাজার মুরগি একত্রিত হয়ে একটি হিংস্র শিয়ালকে মেরে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় তিন হাজার মুরগি সম্বলিত একটি হ্যাচারির ভেতর শিয়ালটি ঢুকে পড়ার পর স্বয়ংক্রিয়ভাবে দরজা আটকে যায়।

ছোট্ট শিয়ালটির মৃতদেহ পড়ে থাকে ওই ফার্মের একটি কোণায়। মৃতদেহটি দেখে ধারণা করা হচ্ছে মুরগিরা একত্রিত হয়ে তাদের ধারালো ঠোঁট দিয়ে আঘাত করে শিয়ালটিকে মেরে ফেলেছে।

এএফপির ফটোসাংবাদিক ড্যানিয়েল দৃশ্যটির ছবি তুলেছেন। তার বর্ণনায়, শেয়ালটির গলায় আঘাতের দাগ রয়েছে।

এএফপি আরো জানায়, মুরগিগুলোকে দিনে দরজা খুলে বাইরে ঘোরাফেরার জন্য অবমুক্ত করা হত।

Previous articleহিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ
Next articleবিনা ভোটে নৌকার চেয়ারম্যান হচ্ছেন ১১০