ডেস্ক রিপোর্ট: রিটিশ নাগরিক সাংবাদিক ডেভিড বার্গম্যানকে করা জরিমানা ও এজলাসকক্ষে দাঁড়িয়ে থাকার রায় নিয়ে বিবৃতি দেয়ায় দেশের ৪৯ বিশিষ্ট ব্যক্তির কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ২৭ জানুয়ারির মধ্যে তাদেরকে বিবৃতি ও আচরণের ব্যাখ্যা দিতে হবে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার দায়ে গত বছরের ২রা ডিসেম্বর বার্গম্যানকে জরিমানা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সাজা হিসেবে রায় ঘোষণার দিন তকে ট্রাইব্যুনালে পুরোটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে সাত দিন কারাগারে থাকতে হবে বলে রায় দেয় ট্রাইব্যুনাল।
এঘটনায় বছরের ১৯শে ডিসেম্বর গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিলেন ৫০ জন বিশিষ্ট নাগরিক।
বিবৃতিতে স্বাক্ষরকারী নাগরিকদের মধ্যে ছিলেন এম হাফিজউদ্দিন খান, শাহদীন মালিক, রাশেদা কে চৌধূরী, খুশী কবির, আলী রীয়াজ, ইমতিয়াজ আহমেদ, জাফরুল্লাহ চৌধুরী, বদিউল আলম মজুমদার, সৈয়দা রিজওয়ানা হাসান, সি আর আবরার, আনু মুহাম্মদ, আসিফ নজরুল, তাহমিমা আনাম, মো. নূর খান প্রমুখ।