Home আঞ্চলিক ৬০ লক্ষ টাকার জমি প্রতারণার দায়ে গ্রেফতার ১

৬০ লক্ষ টাকার জমি প্রতারণার দায়ে গ্রেফতার ১

602
0

Atok 01
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬০ লক্ষ টাকা মুল্যের জমি প্রতারণার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের মৃত সমুজ মিয়ার জগন্নাথপুর পৌর ভবনের পাশে মৌজা ইকড়ছই জেএল নং ১৭২ ও ৪২২ নং দাগে বিল্ডিংসহ প্রায় ২ শতক জমি রয়েছে। এ জমিতে দীর্ঘদিন অবৈধ দখলে ছিলেন স্থানীয় ইকড়ছই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের সাবেক সেক্রেটারী আফিস উদ্দিন। এক পর্যায়ে ধূর্ত আফিস উদ্দিন উক্ত জমি অন্যত্র বিক্রি করতে গিয়ে জাল-জালিয়াতির আশ্রয় নেন।
২০১২ সালে ফরিদা বেগম নামের এক মহিলাকে মৃত সমুজ মিয়ার ভূয়া উত্তরাধিকারী বানিয়ে ৪৬৯ নং দলিল মুলে আফিস উদ্দিন উক্ত জমি খরিদ করেন। এ মহিলাকে উত্তরাধিকারী সার্টিফিকেট দেন উপজেলার মিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সাহাব উদ্দিন। পরে ২০১২ সালে আবার ১২৩২ নং দলিল মুলে আফিস উদ্দিন উক্ত জমি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের ছুরুক মিয়ার নিকট বিক্রি করেন। ঘটনাটি জানাজানি হলে গত বুধবার মৃত সমুজ মিয়ার ছেলে লন্ডন প্রবাসী মোঃ শাহিদ মিয়া বাদী হয়ে ফরিদা বেগম, আফিস উদ্দিন, ছুরুক মিয়া, মফিজ উদ্দিন, মঈন উদ্দিন, আতাউর রহমান, ইকবাল হোসেন, আব্দুর রউফ, আব্দুল কাদির, ইউপি সদস্য সাহাব উদ্দিন, আক্তার হোসেন, আকবর হোসেনসহ ১২ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার আলোকে ওইদিন রাতে মামলার আসামী আকবর হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলার তদন্তকারী অফিসার জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তকালে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Previous articleবাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিউইর্য়কে মজলিসুল উলামার সভা অনুষ্ঠিত
Next articleবঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়া