Home জাতীয় মুখাপেক্ষী হয়ো না, নিজের পায়ে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী

মুখাপেক্ষী হয়ো না, নিজের পায়ে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী

786
0

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মকে বলছি, কারো মুখাপেক্ষী হয়ো না। নিজের পায়ে দাঁড়াতে হবে। একটা কিছু করতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা’ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে চাকরির জন্য যুবকরা দৌড়াদৌড়ি করে। আমরা চাই না চাকরির জন্য একটা যুবক এভাবে দৌড়াদৌড়ি করুক। আমি তরুণদের বলবো, নিজেই উদ্যোক্তা হবে। নিজেই একটা কিছু করবে। কারো মুখাপেক্ষী হবে না। ইচ্ছা থাকলে সব পারা যায়। তোমাদের আত্মবিশ্বাসী হতে হবে।

Previous articleবাকশালের ন্যায় অবৈধ সরকারকে মোকাবেলা করতে হবে- প্রধান
Next articleআমরা আত্মতুষ্টিতে ভুগছি না: মুশফিকুর