অজানা আতঙ্কে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর

0
424
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান অজানা আতঙ্কে ভূগছেন। আতঙ্কগ্রস্ত হয়ে তিনি নিজে হেরে যেতে চাইছেন। আতাউর রহমানের আচরণে এমন আভাস পাওয়া গেছে।
নির্বাচনের শুরুতে আতাউর রহমানের ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছিল। এ সময় তিনি জগন্নাথপুরের বিবদমান বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করছিলেন। নির্বাচনের ১০/১২ দিন আগে হঠাৎ আতাউর রহমান দুই গ্রুপের নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ ব্যাপারে ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর কাছে সরাসরি অভিযোগ করে ছিলেন। দলীয় এক নেতা তার অভিযোগ কালীন বক্তব্যে বলে ছিলেন, আমরা এমন একজন প্রার্থী পেয়েছি, যিনি সকালে চিনলে বিকেলে চেনেন না। তাকে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না। নাছির উদ্দিনের কাছে নেতাকর্মীরা অভিযোগ করলেও কোন কাজ হয়নি। আতাউর রহমান তাঁর অর্থ-সম্পদের দম্ভে দলীয় নেতাকর্মীদের পাত্তা দেননি। এরপর থেকে তিনি ভোটারদের সাথেও দাম্ভিক আচরণ করতে থাকেন। তাঁর এমন আচরণে তিনি নিজে নির্বাচনে হেরে যেতে চাইছেন বলে মন্তব্য করেন দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে অনেকে। এর কারণ হিসেবে অনেকে জানান, বর্তমান আ.লীগ সরকারের আমলে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিএনপির সিটি মেয়র, উপজেলা ও ইউপি চেয়ারম্যান গণের মধ্যে বেশিরভাগ জনপ্রতিনিধি মামলায় কারাভোগ করছেন। হয়তো বিএনপির জনপ্রতিনিধিদের এমন পরিণতি দেখে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আতাউর রহমান হেরে যেতে চাইছেন। আতাউর রহমানের আচরণে অজানা আতঙ্কের আভাস পাওয়া যায় বলে আতাউর রহমানের সমর্থকদের মধ্যে অনেকে জানিয়েছেন।