অনলাইন প্রেসক্লাব বাস্তবিক ও সময় উপযোগী উদ্যোগ: এম.এ মান্নান

0
597
blank
blank

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে ডিজিটালজেশনের বিপ্লবের ফলে বাংলাদেশ সহ পৃথিবীর বিশাল রুপান্তর দেখব সেটা কল্পনাও করতে পারি নাই। বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে সেটা অর্জন করতে পেরেছে। এটা বর্তমান সরকারের অন্যতম সফলতা। বর্তমান সরকার জাতীয়ভাবে কয়েকটি শ্লোগানের মাধ্যমে মানুষের মনজগতে বিরাট পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আর এই ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছে অনলাইন গণমাধ্যম।

শুক্রবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের ভূয়শী প্রশংসা করে বলেন, অনলাইন প্রেসক্লাব বাস্তবিক ও সময় উপযোগী উদ্যোগ। এই ক্লাব অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। যদিও অনলাইন গণমাধ্যম আমার প্রথম অভিজ্ঞতা, সরকারের উচ্চ পর্যায়ে এবং নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত এনিয়ে কাজ করছে। অনলাইন গণমাধ্যম দেশ ও জাতীর কল্যাণে কাজ অগ্রনী ভূমিকা রাখছে যা নিঃসন্ধেহে প্রশংসার দাবীদার।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, কোষাধ্যক্ষ মেহেদী কাবুল, কার্যকরি পরিষদের সদস্য আব্দুল মুহিত দিদার, শিব্বির আহমদ ওসমানী, ফারহানা বেগম হেনা।

এসময় উপস্থিত ছিলেন, ডেইলি বিডি নিউজ ডটনেট’র সহকারী সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র প্রধান সম্পাদক আফরোজ খান, নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক তাওহীদুল ইসলাম, সোনার সিলেট ডটকম’র সম্পাদক কামরুল আলম, সিলেটের কন্ঠ ডটকম’র প্রধান সম্পাদক জাবেদ আহমদ, সিলেটের সময় ডটকম’র স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু, ডেইলি আমার বাংলা ডটকম’র স্টাফ রিপোর্টার আনিসুল হক চৌধুরী, সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম’র সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, নববার্তা ডটকম’র সিলেট ব্যুরো প্রধান শহিদুর রহমান জুয়েল, এমটি নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সিলেট প্রতিনিধি রাহিবুর রহমান ফয়সল, সিলেট বাংলা নিউজ ডটকম’র সম্পাদক মোঃ কামাল আহমদ, সিলেট রিপোর্ট ডটকম’র স্টাফ রিপোর্টার শাহিদ আহমদ হাতিমী, সিলেট মিডিয়া ডটকম’র স্টাফ রিপোর্টার সেলিম আহমদ, আমাদের পত্রিকা ডটকম’র সিলেট প্রতিনিধি মোঃ তাওহীদ হোসেন রাসেল, নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকমর নির্বাহী সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী, স্টাফ রিপোর্টার শাহজাহান শাহেদ, সিলেট মিডিয়া ডটকম’র স্টাফ রিপোর্টার ইমরান আহমদ, সিলেটের সময় ডটকম’র স্টাফ রিপোর্টার অজয় বৈদ্য প্রমূখ।

এসময় মন্ত্রীকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব সদস্যবৃন্দ।