অনশনরত প্রিলিমিনারী উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবিদের ‘প্রতীকী অনশন মহাসমাবেশ’ রবিবার

0
517
blank
blank

কৃপেশ রঞ্জন দাস, ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিল এর অধীনে প্রিলিমিনারী উত্তীর্ণ (২০১৭ এবং ২০২০) সরাসরি তালিকাভুক্তির দাবীতে দীর্ঘ ১০দিন যাবত অনশনরত শিক্ষানবিশ আইনজীবিরা গত বৃহস্পতিবার,বার কাউন্সিলের অস্থায়ী কার্য্যালয় বোরাক টাওয়ারের সম্মুখে এক সভার মাধ্যমে আগামী রবিবার,১৯ শে জুলাই,২০২০ ইংরেজী,দুপুর ২ ঘটিকার সময় “প্রতীকি অনশন মহাসমাবেশ”করার ঘোষণা দিয়েছেন।উল্লেখ্য যে,গত ৭ই জুলাই থেকে এম.সি.কিউ উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবিরা সকাল ১০ ঘটিকা থেকে বার কাউন্সিলের অস্থায়ী কার্য্যালয় অবস্থান কর্মসুচী পালন করে এবং ঐদিনই বিকাল ৪ ঘটিকা থেকে মহামান্য হাইকোর্ট প্রাঙ্গনে এক সপ্তাহ যাবত আমরণ অনশন কর্মসূচী পালন করে।পরবর্তীতে গত ৩দিন যাবত বার কাউন্সিল এর অস্থায়ী কার্য্যালয়ের সম্মুখে অনশন কর্মসূচী অব্যাহত রেখেছে।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার নেতৃবৃন্দরা “প্রতীকী অনশন মহাসমাবেশ” এর ডাক দেন।এতে বাংলাদেশের সকল জেলা বার/সমিতির শিক্ষানবিশ আইনজীবীদের এই মহাসমাবেশে অংশগ্রহণের জন্য নেতৃবৃন্দরা অনুরুধ জানিয়েছেন।

সভায় সিলেট মহানগর তাঁতীলীগের সদস্য সচিব,সাবেক ছাত্রনেতা, আন্দোলনের অন্যতম সমন্বয়ক, শেখ মো:আবুল হাসনাত বুলবুল এর পরিচালনায়,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য, সুনামগন্জ জেলা সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্দোলনের প্রধান সমন্বয়ক একে মাহমুদ,প্রধান মুখপাত্র,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি সুমনা আক্তার লিলি প্রমুখ নেতৃবৃন্দ।