অবিলম্বে তদন্ত দাবি হিউম্যান রাইটস ওয়াচের

0
584
blank
blank

নিউজ ডেস্ক: অবিলম্বে জুলহাজ মান্নান ও তন্ময় মাহবুবকে নৃশংসভাবে হত্যার তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে। নিউ ইয়র্ক থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয় লেখক, শিক্ষাবিদ, ব্লগার ও সম্পাদকদের বিরুদ্ধে সম্প্রতি যে টার্গেট করে হামলা হয়েছে তারই ধারাবাহিকতা এই হত্যাকান্ড। এসব মানুষ ধর্মনিরপেক্ষ আদর্শ ও উদারপন্থি মনোভাব পোষণ করেন। ধারণা করা হয়, ইসলামী উগ্রপন্থিরা এসব হামলার নেপথ্যে আছে।

ওই প্রতিবেদনে বলা হয়, মান্নান ও মাহবুককে হত্যার মধ্য দিয়ে উদ্ধারপন্থিদের কুপিয়ে হত্যার সংখ্যা ২০১৬তে দাঁড়ালো ৯। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেন, বাংলাদেশের এলজিবিটি সম্প্রদায়ের মৌলিক অধিকার আদায়ের পক্ষে ছিলেন নিহত দু’ ব্যক্তি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা উচিত। একই সঙ্গে এক্টিভিস্টদের রক্ষা করা উচিত সরকারের।