অভিযোগ থাকলে দল থেকে অপসারণ করা হবে: হানিফ

0
488
blank
blank

কুষ্টিয়া: আওয়ামী লীগ টানা ১১ বছর ক্ষমতায় থাকার সুবাদে অনেকেই দলের মধ্যে এসেছিলেন জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী যাদের বিরুদ্ধে সন্ত্রাসী, মাদকসাক্ত ও যুদ্ধাপরাধের অভিযোগ আছে সম্মেলনের মাধ্যমে তাদেরকে অপসারণ করা হবে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারাদেশে দেশপ্রেমিক সংগঠনগুলোকে নিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর এমন মন্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, ‘বিএনপির দেশপ্রেমিক সংগঠন জামায়াত-যুদ্ধাপরাধীরা, যারা আমাদের মা-বোনদের হত্যা করেছিল।’

ওই সকল দেশপ্রেমিক সংগঠনগুলোর বিরুদ্ধে দেশের জনগণই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, গোলাম রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।