আইপিএলের ছাড়পত্র পেলেন মালিঙ্গা

0
846
blank
blank

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও মুম্বাই ইন্ডিয়ান্সকে সুখবর দিলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। অবশেষে আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন লাসিথ মালিঙ্গা।

সামনেই বিশ্বকাপ। ভাবনায় থাকা ক্রিকেটারদের বাধ্যতামূলক ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে আদেশ দিয়েছে এসএলসি। তবে নিয়ম শিথিল করে অবশেষে ২০১৯ সালের আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে বাকি ম্যাচগুলো খেলার অনুমতি দিয়েছে লঙ্কান বোর্ড।

৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া সুপার প্রভিন্সিয়াল ওয়ানডে প্রতিযোগিতা। আর এখানে খেলতেই এক প্রকার বাধ্য করা হয়েছে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের। তবে মঙ্গলবার এক বিবৃতিতে এসএলসি মালিঙ্গার আইপিএল অংশগ্রহণের বিষয় নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, ‘লাসিথ মালিঙ্গাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে আইপিএলে, যেখানে বড় মাপের আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলে থাকেন।