আইয়ুবি মডেলের জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না সিপিবি

0
456
blank
blank

ঢাকা: সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে পরোক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচনকে অগ্রহণযোগ্য ও অর্থহীন বলে আখ্যায়িত করে বলেছেন, তারা এতে অংশগ্রহণ করবেন না। বরং সিপিবি স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়নের জন্য তার দীর্ঘদিনের লড়াইকে বেগবান করবেন। সেই সংগ্রামে জনগণকে সক্রিয় অংশগ্রহণের জন্য দলটির নেতৃবৃন্দ সকলকে আহ্বান জানান।
মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এব্যাপারে ব্যাখ্যা দিয়ে বলেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের অংশ। স্থানীয় সংস্থা হিসেবে তৃণমূলের জনগণের ক্ষমতায়নের জন্য জেলা পরিষদের বিশেষ গুরুত্ব রয়েছে। জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটেই জেলা পরিষদ নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু যে বিধি-বিধানের ভিত্তিতে জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে তা আইয়ুবি আমলের পরোক্ষ ভোটের ‘বিডি’ তথা ‘মৌলিক গণতান্ত্রিক’ নির্বাচনের কথাই মনে করিয়ে দেয়। এভাবে পরোক্ষ ভোটের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন হলে, তা প্রকৃতপক্ষে তৃণমূলের জনগণের ক্ষমতায়নের পক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং গণতান্ত্রিক অধিকারকে আরো সংকুচিত করবে। এভাবে পরোক্ষ ভোটে নির্বাচন করা আমাদের সংবিধানের স্পিরিট এবং তার ৫৯ নং অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।