আদালতে হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা: হানিফ

0
600
blank
blank

অনলাইন প্রতিবেদক: কুমিল্লার আদালতে এক আসামি কর্তৃক অপর আসামি খুন হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বর্ণনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি এ ঘটনায় সরকারকে পদত্যাগ করতে বিএনপির দাবিরও সমালোচনা করেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘আদালতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আজ বিএনপির এক নেতা ব্রিফিং করেছেন। তিনি সরকারের পদত্যাগ দাবি করেছেন। আমি বলি, তারা মামাতো-ফুফাতে ভাই। আবেগের বশে একটা দুর্ঘটনা হয়ে গেছে। কিন্তু বিএনপি নেতারা কোন মুখে সরকারের ব্যর্থতার কথা বলেন। কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখেন। অতীত দেখার চেষ্টা করেন।’

তিনি আরো বলেন, ‘বিএনপির লজ্জা হওয়া উচিত। ২০০৮ সালের নির্বাচনে জনগণ আপনাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে। তাতেও আপনাদের শিক্ষা হয়নি। দেশের জনগণকে আপনারা বারবার আঘাত করেছেন। ২০০৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য আপনারা আবার জনগণের উপর আঘাত করেছেন। আন্দোলনের নামে তাণ্ডবলীলা চালিয়েছেন।’

হানিফ বলেন, ‘দেশে যখন আপনারা ক্ষমতায় ছিলেন, ঝালকাঠিতে দুইজন বিচারককে বোমা হামলা চালিয়ে হত্যা করেছেন। গাজীপুরেও ১২ আইনজীবীকে বোমা মেরে হত্যা করেছেন। একজন বিদেশি রাষ্ট্রদূতকেও আপনারা নিরাপত্তা দিতে পারেননি।’