আন্তর্জাতিক ইয়ুথ সম্মাননা পেলেন ফিরোজ আলম সুমন

0
750
blank
blank

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের ইয়ুথ দের নিয়ে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন ফিরোজ আলম সুমন। রোববার (১৩ অক্টোবর) দিল্লির অশোকা রোডে অবস্থিত অন্ধ্র ভবনের ভিআইপি হলে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের ইয়ুথ দের পক্ষথেকে দিল্লির ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রোগ্রামে্র বিশেষ অতিথি হিসেবে ভারত সফরে যান বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর উপদেষ্টা ফিরোজ আলম সুমন।

রোববার (১৩ অক্টোবর) দিল্লির অশোকা রোডে অবস্থিত অন্ধ্র ভবনের ভিআইপি হলে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির রাজ্য সভার সংসদ সদস্য ড. নরেন্দ্র যাদব। এসময় বাংলাদেশের ইয়ুথ দের নিয়ে বিভিন্ন সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ফিরোজ আলম সুমন কে সম্মাননা দেওয়া হয়।

ভারতের ‘ন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ডস ফেডারেশন’ (NYBFI) ও ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি’ (IYS) এর পক্ষ থেকে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ জন তরুণকে সম্মাননা দেয়া হয়। নিজ নিজ দেশের বা সমাজের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তরুণদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

অনুষ্ঠানে ভারতের ‘ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট’ এর প্রতিষ্ঠাতা ড. এস.এন. সুবা রাও, দিল্লির রাজ্য সভার সংসদ সদস্য ড. নরেন্দ্র যাদব, ভারতের মানবাধিকার কমিশনের সদস্য দয়নেশ্বর মুলে, সংসদ সদস্য মনোজ তিয়ারী, ‘ন্যাশনাল সাফাই কর্মচারী আয়ওজ’ এর চেয়ারম্যান মনোহার জালা, ‘প্রেসিডেন্ট গান্ধী পিচ ফাউন্ডেশন’ এর প্রেসিডেন্ট কুমার প্রশান্ত ও ন্যাশনাল সমাজকল্যাণ বোর্ডের চেয়ারম্যান দাদা ইদাতেসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যোগদানকারীদের জন্য দিল্লীর রাষ্ট্রীয় ভবনে থাকার ব্যবস্থা করেন এবং তাদের রাজকীয় আতিথেয়তা করান দিল্লীর মহারাষ্ট্র সরকার।