আন্দোলনের নামে কেউ বিশৃংখলা করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

0
549
blank
blank

ঢাবি: ‘আন্দোলনের নামে কেউ বিশৃংখলা করলে কঠোর ব্যবস্থা’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

নির্বাচন উপলক্ষে বিভিন্ন জোট গঠনের বিষয় উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘আজকের পত্রিকায় দেখলাম নির্বাচন উপলক্ষে আমাদের বিরুদ্ধে জোট গঠন হচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে। তবে কেউ যদি হরতাল ও অবরোধের মাধ্যমে বিশৃংখলা করে, আইনশৃংখলা বিরোধী কাজ করে তাহলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীও কঠোর ব্যবস্থা নিবে।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমরা আশা করি সব দল অংশগ্রহণ করবে। তবে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলে তাদের অবস্থা ১৯৭০ সালের বাংলাদেশ ন্যাশনাল পার্টির মতো অবস্থা হবে। ১৯৭০ সালে নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে তাদেরকে আর এখন কেউ চেনে না।