আবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

0
643
blank

আবাসিক এবং শিল্প দুই খাতেই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। এ ছাড়া যত তাড়াতাড়ি সম্ভব গ্যাসের সব মিটার প্রিপেইড হবে এবং গ্যাস সরবরাহের পুরনো লাইন তুলে নতুন লাইন বসবে। গতকাল রবিবার ঈদের পর সচিবালয়ে প্রথম অফিসের দিন এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে এরই মধ্যে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটা বড় প্রকল্প নিচ্ছি। এতে ঢাকা শহরসহ সকল জায়গায় পুরনো গ্যাসলাইন উঠিয়ে নতুন লাইন করব, সেখানে প্রিপেইড মিটার বসাব।’ তবে কত দিনের মধ্যে প্রিপেইড মিটার লাগানো সম্ভব হবে তেমন কোনো সময়ের কথা উল্লেখ করেননি তিনি।

নসরুল হামিদ আরো বলেন, ‘গ্যাসের দামটা সমন্বয় করা দরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি-বার্ক) কাছে আমরা গ্যাসের দাম সমন্বয়ের আবেদন করেছি। এখন এটা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কি না।’ এ সময় মন্ত্রী জানান, সরকার গত এক বছর ধরে দাম সমন্বয়ের অপেক্ষায় আছে।