আমরা চাল রফতানি-কারক দেশে পরিণত হয়েছি: তথ্যমন্ত্রী

0
595
blank
blank

অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আমলে খাদ্য ঘাটতির সময় তারা বলেছিল এদেশের মানুষ বেশি ভাত খায়। সেটি ছিল নির্মম তামাশা। আজ শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অতিক্রম করে আমরা চাল রফতানি-কারক দেশে পরিণত হয়েছি। এবছরও ১০ থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল রপ্তানি করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন।

রমজানে নিত্য-পণ্যের দাম না বাড়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া উচিত উল্লেখ করে ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত ও খাদ্যের পর্যাপ্ত মওজুদের কারণে এবার রমজানে জিনিসপত্রের দাম বাড়েনি। দলের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে যাতে ঈদেও অসাধু কোনো ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি না করতে পারে।’