আমার প্রাণের বাংলা ভাষা। রুমা আক্তার মুন্নি/

0
1296
blank
blank

আমার প্রাণের বাংলা ভাষা।

রুমা আক্তার মুন্নি

একুশ মানে বীর বাঙালী

একুশ মানে মায়ের বুলি।

একুশ মানে সালাম, বরকত –

রফিক, জব্বার ও সফিউল,

একুশ পাবার আশায় লাখও সৈনিক সেদিন হয়েছিল বাউল।

একুশ আমার জয়ের নিশান

একুশ আমার বাংলার গান,

একুশ মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো তাজা প্রান।

তাইতো আমি গর্বের সাথে গাই বাংলা মায়ের গান।

সিলেট