আর্জেন্টিনাহীন বিশ্বকাপ হতো অস্বাভাবিক: মেসি

0
576
blank
blank

অনলাইন ডেস্ক: খেলতে নামার আগেও ছিল শঙ্কা। সমর্থকরাও ছিলেন উদ্বিগ্ন। তবে লিওনেল মেসি বলে কথা। তাই ভরসাটা সবাই শেষ পর্যন্ত রেখেছেন। হ্যাটট্রিক করে সেই প্রতিদান দিলেন ভিন গ্রহের তারকা মেসি। ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর মেসি বললেন, ‘আর্জেন্টিনাহীন বিশ্বকাপ হতো অস্বাভাবিক।

খেলা শেষে মেসি বলেন, ‘আর্জেন্টিনাহীন বিশ্বকাপ হতো অস্বাভাবিক। এই দলটার বিশ্বকাপে না খেলাটা ঠিক হতো না। দলটা বদলাবে; আরও বেড়ে উঠবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। সৌভাগ্যজনকভাবে সবকিছু ভালোভাবে হয়েছিল এবং আমরা বিশ্বকাপে উঠেছি। মূল লক্ষ্য পূরণ হওয়ায় এখন আমরা শান্ত।’

কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পারফরমেন্স যথাযথ ছিল না বলেও উল্লেখ করেন মেসি। তিনি বলেন, ‘দুটি কোপা আমেরিকা ও বিশ্বকাপে যা হয়েছে সেটা যথাযথ ছিল না। বিশ্বকাপে খেলার সুযোগ লাভের মাধ্যমে আমরা সেই কষ্টের অবসান ঘটাতে পেরেছি। আশা করছি আমরা সেটা অব্যাহত রাখতে পারব।’