আলেমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে: আল্লামা শফী

0
629
blank
blank

চট্রগ্রাম প্রতিনিধি: দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়তে নবীন আলেমদের পরামর্শ দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। শুক্রবার বিকালে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার খতমে বুখারি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষা সমাপনী ছাত্রদের উদ্দেশ করে আল্লামা শফী বলেন, তোমরা দাওরায়ে হাদিস শেষ করেছ। তোমাদের ওপর উম্মতের পুরো জিম্মাদারি এসে গেছে। তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো। তোমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে।

সব কাজে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। যথাসম্ভব দিনের কাজে লেগে থাকার চেষ্টা করবে। বাতিলের সঙ্গে কখনো আপস করবে না। সব সময় সত্যের পথে অবিচল থাকবে।

খতমে বুখারি অনুষ্ঠানে আগতদের উদ্দেশে নসিহত করে আল্লামা শফী বলেন, পরকালীন মুক্তি একমাত্র নবীজির আদর্শেই নিহিত। এর বাইরে যত আদর্শ আছে সব ভ্রান্ত ও বাতিল। নবীজির দেখানো পথ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। কাজেই, পরকালীন মুক্তির জন্য নবীজির আদর্শ অনুসরণ করুন।

এ সময় তিনি বলেন, এই উম্মতের আয়ু অতি স্বল্প। এই স্বল্প জীবনে আমল করে আখেরাতের পাথেয় জোগাড় করতে হবে। যত আমল করবেন, সবগুলো নবীজির দেখানো পথে হতে হবে। যারা নিজেদের মনমতো আমরা ধর্ম পালন করার চেষ্টা করছেন পরকালে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।

খতমে বুখারি শেষে আল্লামা শফী দেশের সব মানুষের শান্তি ও সমৃদ্ধি এবং নিরাপত্তাসহ বিশ্ব মুসলিমের জালিমের জুলুম থেকে হেফাজতের দোয়া কামনা করে মোনাজাত করেন।

সেই সঙ্গে বৃহস্পতিবার রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।