আলোচনা না করে রোডম্যাপ দিয়ে সংকট নিরসন হবে না: মির্জা ফখরুল

0
462
blank

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহায়ক সরকারের বিষয়ে কোনও আলোচনা না করে এই রোডম্যাপ দিয়ে সংকট নিরসন হবে না। নির্বাচনের জন্য রোড তো থাকতে হবে। এখন পর্যন্ত আমরা কোনও রোড দেখতে পাচ্ছি না, সুতরাং ম্যাপ তো পরের প্রশ্ন। রোববার দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যলয়ে নির্বাচন কমিশনের নির্বাচনকালীন রোডম্যাপ প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা একটি রাজনৈতিক সংকট। এটিকে নির্বাচনকালীন রোডম্যাপ দিয়ে সমাধান করা সম্ভব নয়। রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমেই এটাকে সমাধান করতে হবে। নির্বাচন কমিশন কোনও আলোচনা না করেই এককভাবে একটি রোডম্যাপ দিয়ে দিলেই সমস্যা সমাধান হবে না। প্রধান সংকট হচ্ছে আদৌও নির্বাচনটা কিভাবে হবে? নির্বাচনে সরকার কি অবস্থায় থাকবে, কমিশনের ভূমিকা কি থাকবে? বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক যতগুলো পদ্ধতি আছে, সেগুলোতে আমরা যেতে চাই। এটা নির্ভর করছে নির্বাচন কমিশন এবং সরকারের সদিচ্ছার উপর।