ইংরেজি মাধ্যমে সেশন ফির নামে অর্থ আদায় বেআইনি

0
521
blank
blank

নিজস্ব প্রতিবেদক: দেশের ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষার্থী এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা সেশন ফির নামে তার কাছ থেকে অর্থ আদায় করা বেআইনি বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি ও ভ্যাট আদায় সংক্রান্ত পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে বেশ কয়েক দফা নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, ১৯৬২ সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধন অধ্যাদেশ ও ২০০৭ সালের বেসরকারি (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন নীতিমালা অনুসারে দেশের প্রতিটি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে (প্লে গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত) ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। কমিটিতে অভিভাবকদের প্রতিনিধিও থাকতে হবে।

রায়ে আরও বলা হয়, ব্যবস্থাপনা কমিটি শিক্ষার্থীদের ভর্তি ফি-বেতন নির্ধারণ করবে, শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেবে। এ ক্ষেত্রে মালিক পক্ষের হস্তক্ষেপ থাকবে না।