ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন

0
696
blank
blank

চার বারের চেষ্টায় অবশেষে ভাগ্যের শিকে ছিঁড়ল ইংল্যান্ডের। অবশেষে ক্রিকেটের আঁতুড়ঘরে জায়গা হলো বিশ্বকাপের। আর ক্রিকেট বিশ্ব পেলো নতুন রাজা। আগামী চার বছরের জন্য বিশ্বসেরার মুকুট মাথায় তুলল ইংলিশরা।

সুপার ওভারে ড্র করেও চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। সুপার ওভারে ট্রেন্ট বোল্টের বলে জস বাটলার এবং বেন স্টোকস মিলে করেন ১৫ রান। বিশ্বকাপ জিততে জোফরে আর্চারের এক ওভারে ১৬ রান নিতে হবে নিউজিল্যান্ডকে।
শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্টজুড়ে বাজে ব্যাটিং করার মার্টিন গাপটিলের ওপরই ভারসা করে নিউজিল্যান্ড। তার সঙ্গে নামেন জিমি নিশাম। প্রথম বলই করেন ওয়াইড। পরের ডেলিভারিতে ২ রান নেন জেমি নিশাম। পরের বলেই ফুললেন্থ ডেলিভারি আছড়ে ফেলেন গ্যালারিতে। বলের সঙ্গে মাঠরে বাইরে চলে যায় ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নও। পরের ২ বলে নেন ২ রান করে। শেষ ২ বলে জয়ের জন্য দরকার ছিল ৩ রান। পঞ্চম বলে আসে ১ রান। প্রথমবারের মতো স্ট্রাইক পান গাপটিল। শেষ বলে দরকার ২ রান। আস্থার প্রতিদান দিনে পারলেন না গাপটিল। দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন। ম্যাচ টাই হলেও শিরোপা ঘরে উঠলো ইংল্যান্ডের।