ইসলাম শান্তির ধর্ম, এখানে জঙ্গিবাদের স্থান নেই

0
504
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে ব্যক্তি উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের মিডল্যান্ড আ.লীগের সহ-সভাপতি আকমল খানের ব্যক্তি উদ্যোগে তাঁর নিজ বাস ভবনে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্সেস মিয়া, জেলা আ.লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সিরাজুর রহমান সিরাজ, অ্যাডভোকেট সাদিক আহমদ, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দুলন, অ্যাডভোকেট ছায়াদ আহমদ, অ্যাডভোকেট নাসির আকন্দি, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান তৈয়ব কামালী। যুক্তরাজ্যের মিডল্যান্ড আ.লীগের সহ-সভাপতি আকমল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, আ.লীগ নেতা মাহবুবুল হক শেরিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, আকমল হোসেন ভূইয়া, জেলা ছাত্রলীগ নেতা সিতু মিয়া, সাহান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ শাহেদ আহমদ, রুমেন আহমদ, সাফরোজ ইসলাম মুন্না, আব্দুল মুকিত, সমাজকর্মী এনামুল খান, হুমায়ূন খান, তাজুদ খান প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোন স্থান নেই। বর্তমানে ধর্মের নামে একটি উশৃঙ্খল জঙ্গিবাদ গোষ্ঠি দেশের ক্ষতি করতে চাইছে। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।