ইসি আইন বাকশালের মতোই: মির্জা ফখরুল

0
429
blank
blank

নির্বাচন কমিশন আইনটি বাকশালের মতোই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যে কাজটা ১৯৭৫ সালে করতে পারেনি, একটা ছদ্মবেশ, বহুদলীয় গণতন্ত্রের একটা মোড়ক সামনে রেখে গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ অত্যন্ত সাফল্যের সঙ্গে সেই কাজ করতে ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছে। আসলে এখানে বহুদলীয় গণতন্ত্র নেই। তারা ইতিমধ্যে দুটি নির্বাচন করেছে। সত্যিকার অর্থে জনগণ সেই নির্বাচনে ভোট দেয়ার অধিকার পায়নি। মির্জা ফখরুল বলেন, কয়েকদিন আগে আবারও একটা আইন তৈরি করল। ঠিক সেই বাকশালের মতোই। বাকশাল করেছিল ১১ মিনিটে, এটা (ইসি আইন) সাতদিনের মধ্যে একটা আইনও পাস করে নিল সংসদে।

বিএনপির জাতীয় কমিটির উদ্যোগে ‘২৫ জানুয়ারি ১৯৭৫ : বাকশাল’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। ভার্চুয়াল এ সভায় প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘১৯৭৫ :বাকশাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। গ্রন্থটি প্রকাশ করেছে বিএনপি।
সভায় সূচনা বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের পরিচালক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে দলের জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।