ঈদ উপলক্ষে ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে: রেলমন্ত্রী

0
545
blank
blank

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট ও ঈদের পরদিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে এসব বিশেষ ট্রেন।

মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে। অনলাইনে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট রাজধানীর ৫টি স্টেশনে বিক্রি করা হবে।