উন্নতির জন্য প্রত্যেকটি মানুষের শিক্ষার প্রয়োজন: প্রতিমন্ত্রী এম.এ মান্নান

0
522
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষাকে এগিয়ে নিতে সত্মাতক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ উন্নতির জন্য প্রত্যেকটি মানুষের শিক্ষার প্রয়োজন। শিক্ষা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। তিনি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সরকা্র শিক্ষাকে এগিয়ে নিতে প্রত্যেকটি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান নিমার্ণ করে যাচ্ছে।

‌প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণীতে উন্নতি করার পরিকল্পনা নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান উপরোক্ত মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

শ্যামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্তে ও সহকারী শিক্ষিকা লায়লা বেগমের সঞ্চালনায় মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বয়োজ্যেষ্ট নেতা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম,পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, বিদ্যালয় শিক্ষানুরাগী সদস্য সেলিনা আক্তার শেলী, শ্যামারগাঁও এলাকার বাসিন্দা মুফতি আকমল হোসেন প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিমল কান্তি দাশ।

এছাড়াও মা সমাবেশে উপস্থিত ছিলেন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী, নবীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব বড়ভাকৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক মিয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী সুন্দর উদ্দিন,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পাইলগাওঁ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ’র সহ সাংগঠনিক সম্পাদক হাবিজুর রাহমান, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি তমিজ উদ্দিন, ইউপি সদস্য কানন মিয়া, আবু বকর মধু, আলী আকবর খান, আবুল হোসেন, সাবেক মেম্বার ফতু মিয়াই, পাইলগাঁও ইউপি যুবলীগের আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম আহবায়ক কয়ছর রশিদ, যুগ্ম আহবায়ক রুনু মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা ওলিউর রাহমান, ইউপি ছাত্রলীগ’র যুগ্ম-আহ্বায়ক তানবির আহমদসহ সর্বস্থরের প্রায় সহস্রাধিক লোকজন।