উন্নয়নের সুফল পেতে দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে: ইনু

0
497
blank
blank

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সবাই স্বীকার করেছেন যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নতি হয়েছে। এই উন্নয়নের সুফল সাধারণ মানষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। সোমবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

ইনু আরো বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধ করা গেলে দেশ যে প্রবৃদ্ধি অর্জন করেছে তা দিয়ে দেশের বেকার যুবদের ভাতাও দেয়া সম্ভব, বেকার যুবদের জন্য কর্মসংস্থান সংস্থানও বাড়ানো সম্ভব।

তিনি বলেন, উদ্যোগী, শিক্ষিত, প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে অর্থ্যায়নের বিষয়ে ব্যাংকগুেেলার পলিসি পরিবর্তন করতে হবে।