উল্টোপথে ভিআইপি গেলেও আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

0
415
blank

নিজস্ব প্রতিবেদক: সড়কের উল্টোপথে ভিআইপিরা গাড়ি চালিয়ে গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার রাত ৮টায় ডিএমপির ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে দর্শকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উল্টোপথে গাড়ি চললে সড়কে জ্যাম তৈরি হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে আমরা উল্টোপথে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিলাম। এখনও কিছু ভিআইপি উল্টোপথে গাড়ি চালান। আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, এক বছর আগে ট্রাফিক আইন ভাঙার মহোৎসব চলত। এখন আর সে অবস্থা নেই। সে তুলনায় এখন ঢাকা মহানগরে অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি ও স্টিকার লাগিয়ে চলাচল কমিয়ে আনা হয়েছে।