এই সরকার দায়িত্বহীন : ড. কামাল

0
553
blank
blank

ঢাকা : সরকারের কৃষিনীতি না থাকায় দেশে সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই সরকারকে দায়িত্বহীন সরকার বলা যেতে পারে। কৃষিনীতি, কৃষকদের নিয়ে সঠিক পরিকল্পনা না থাকা এবং দেশে কৃষকের সঠিক সংখ্যা সরকারের কাছে না থাকায় কৃষিতে সংকট সৃষ্টি হয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত কৃষক জনতা একহও সরকার হটাও-দেশবাঁচাও শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, মানুষের বোঝা দরকার অনির্বাচিত সরকারকে এভাবে বহন করাই সকল মানুষকে মূল্য দিতে হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আজকে সংবিধান লঙ্গন করে জনগণের ওপর একটা সরকার চাপিয়ে দেয়া হয়েছে। এরা ইচ্ছা মতো বলে যাচ্ছে আমরা থার্ট টাইম পেয়ে গেলাম, আমি আরো ৫ বছরের জন্য আছি। এটা মানুষকে মূল্য না দিয়ে অবজ্ঞা করা।

তিনি বলেন, আমি মনে দেশের মানুষের ঐক্যবদ্ধ হয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করা জন্য এগিয়ে আসতে হবে।