এটিএম আজহারের রায় যে কোনো দিন

0
472
blank
blank

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে যুক্তিতর্ক উপস্থাপন করেছে বুধবার তার জবাব দিয়েছেন আজহারের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত মামলাটি রায়ের জন্য রেখেছেন। এখন যে কোনো দিন রায় দেয়া হবে।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এটিএম আজহারের খালাস চেয়ে আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি উপস্থাপন শেষ করেন। বুধবার সকালে তার জবাব দেয়া হয়েছে।