এফ-৩৫ চুক্তি বাতিল হবে ডাকাতি : এরদোগান

0
709
blank
blank

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ‘তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে অস্বীকার করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি ডাকাতি। যদি আপনার কোনো গ্রাহক থাকে এবং সেই গ্রাহক সময় মতো অর্থ প্রদান করে থাকে তবে আপনি সেই গ্রাহককে কোনোভাবেই পণ্য না দিয়ে পারবেন না। যদি পণ্য না দেন এর নাম হবে ডাকাতি’।

তুরস্কের পত্রিকা হুররিয়াত গতকাল বৃহস্পতিবার এরদোগানকে উদ্ধৃত করে বলেছে, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম ক্রয়ের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে তুরস্ক। এরদোগান বলেন, এফ-৩৫ এর জন্য এখন পর্যন্ত ১৪০ কোটি মার্কিন ডলার দিয়েছে তুরস্ক এবং ইতোমধ্যে চারটি যুদ্ধবিমান হস্তান্তরও করা হয়েছে। তুর্কি পাইলটরাও প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে। আমরা ১১৬টি এফ-৩৫ কিনতে একটি চুক্তি করেছি। আমরা শুধু এককজন ক্রেতা নই, আমরা যৌথ উৎপাদনকারীও। আমরা তুরস্কেই এফ-৩৫ এর কিছু অংশ উৎপাদনও করি’। এফ-৩৫ বিমানগুলো বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছে এবং দুই পক্ষের টানাপড়নে এফ-৩৫ চালনায় প্রশিক্ষণরত তুর্কি পাইলটদের কিছু প্রশিক্ষণ দেয়া স্থগিত করা হয়েছে।