এমপিওভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যায় আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

0
496
blank

Nahidঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এমপিওভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যায় আইনের আওতায় আনা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এটা করা হবে বলে জানান তিনি। আজ দুপুরে সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী জানান, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারী কলেজ শিক্ষকদের প্রাপ্ত সুযোগ-সুবিধা নতুন বেতন স্কেলেও অব্যাহত থাকবে। তিনি জানান, নতুন পে-স্কেলে এর কোন নির্দেশনা না থাকলেও বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কমিটিতে বিষয়টি পর্যালোচনা করে শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন মন্ত্রী।